Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, হেলপার নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ২৭ মে ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে হেলপার মিলন শেখ (৩২) নিহত হয়েছে।

আজ রবিবার সকাল ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিলন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আশিকপুর গ্রামে মো. খালেক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাকটি সাতৈর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলের কাছে একটি ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার মিলন নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালায়।

Bootstrap Image Preview