Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে মা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ১৭ মে ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ই মে) উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা উপজেলা কার্যালয়ের আয়োজনে এ দিবস পালিত হয়।

সকাল ১০টায় এ উপলক্ষে এক র‌্যালী উপজেলার বনপাড়া পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে।

পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. আনোয়ার হোসেন পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, জাতীয় মহিলা সংস্থার  চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে ২ শতাধিক মা অংশ নেয়।

Bootstrap Image Preview