Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে সফটওয়ার কর্মসূচি উন্মোচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০৯:৩৮ AM
আপডেট: ১৬ মে ২০১৮, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ‘ডিজিটাইলেজশন অব পাবলিক এক্সামিনেশন কনডাকটিং সিস্টেম এন্ড ফিল্ড লেভেল’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত পরীক্ষা পরিচালনা বিষয়ক সফটওয়ার কর্মসূচি উন্মোচন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এরশাদুল হক, খলিলগঞ্জ কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সফটওয়ার ধারণা ও রুপরেখা বাস্তবায়নে বক্তব্য উপস্থিাপন করেন সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও একই কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ফজলুল হক।

Bootstrap Image Preview