Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে ফোন করে যা বললেন তুরস্কের প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০৯:৩৩ PM
আপডেট: ১৫ মে ২০১৮, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করে ওআইসির একটি বিশেষ সামিটে যোগদানের আহ্বান জানান তিনি।

টেলিফোনে বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, আগামী ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ হাসিনাকে তিনি আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এসময় বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। তিনি মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান। তিনি ইসরাইলের শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেছেন, এটা হচ্ছে মানবাধিকার লংঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview