Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ১৫ মে ২০১৮, ০৩:২২ PM

bdmorning Image Preview


এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সৈয়দপুরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোরসালিন (১৮) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আপন (১৫) নামে আরেকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। বর্তমানে সে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ট্রাক্টর চালক বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি তহশিলদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, মোরসালিন ট্রাক্টর নিয়ে বোতলাগাড়ীর সোনাখুলি যাওয়ার পথে রাস্তায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে সাথে থাকা আপন এগিয়ে গেলেও সে নিজেও বিদ্যুৎস্পৃস্ট হয়। এলাকাবাসী উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুল হক সোহেল ঘটনার সত্যতা স্বীকার করেন।

Bootstrap Image Preview