Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বরিশালে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


বরিশাল প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক আরিফুর রহমান মুন্না, আরিফুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে মিছিলটি অশ্বিনী কুমার টাউন হল চত্তরের সামনে পুলিশী বাধায় পন্ড হয়ে যায়।

Bootstrap Image Preview