Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

'ছাত্রীদের বের করা দেওয়া হয়নি, অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, ‘ কবি সুফিয়া কামাল হল থেকে মেয়েদের বের করে দেওয়া হয়নি। ছাত্রীদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার কথাটা গুজব। এর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা চলছে। হল থেকে কাউকেই বের করে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘মেয়েদের বের করে দেওয়া হয়নি। তিন ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে সুফিয়া কামাল হল থেকে ছাত্রীদের বের করে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে আজ শুক্রবার সকালে উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান এসব কথা বলেন।

কেন তিন শিক্ষার্থীকে হল ছাড়তে হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কারণ জানার চেষ্টা করছি। তা জানতে পারলে জানাবো।’

এ বিষয়ে জানতে চাইলে সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. সাবিতা রেজওয়ানা রহমানও দাবি করেন, শিক্ষার্থীদের অভিভাবকেরা স্বেচ্ছায় তাদের মেয়েদের হল থেকে নিয়ে গেছেন।

শুক্রবার সকালে তিনি বলেন, ‘এশা একজন শিক্ষার্থীর রগ কেটে দিয়েছিল বলে যে গুজব ১০ এপ্রিল ছড়ানো হয়েছিল, মোবাইল চেক করে ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছি। যারা ওই ঘটনায় জড়িত ছিল, তাদের অভিভাবকদের হলে ডেকেছি। তাদের ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখানো হয়েছে। তখন অভিভাবকরা নিজেরাও লজ্জা পেয়েছেন এবং তারা স্বেচ্ছায় তাদের মেয়েদের নিয়ে গেছেন।’

Bootstrap Image Preview