Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিজিবির তাড়া খেয়ে ফেলে যাওয়া ব্যাগে ৪২ লাখ টাকার স্বর্ণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাড়া খেয়ে ফেলে যাওয়া একটি ব্যাগে ৪২ লাখ টাকা মূল্যের ১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বন্দরের পুটখালি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ব্যাগটি উদ্ধারের পর এর মধ্যে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবির একটি টহলদল সীমান্তের খলশী বটতলায় অভিযান চালায়। এ সময় কয়েকজন স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

ব্যাগটি ক্যাম্পে এনে তল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

Bootstrap Image Preview