Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের পেছনে আগামী অর্থবছরের বাজেট ৮ হাজার কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০৪:৫০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের পেছনে আগামী ২০১৮-১৯ অর্থবছরে ৮ হাজার ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় আরও বলেছেন, আগামী অর্থবছরের বাজেট ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সবমিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখেরও বেশি। গত আগস্টের পর থেকে তাঁরা বাংলাদেসে আসা শুরু করে। এখনো থেমে থেমে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা।

Bootstrap Image Preview