Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, সেপ্টেম্বার ২০১৮ | ৯ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে পুলিশের অভিযানে আটক ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০৪:০০ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview


মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নুর আমিনসহ ৫জনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (১৬ এপ্রিল) উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে নুর আমিন (৪১), সীমান্ত ইউনিয়নের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মনিরুল (৩৪), গয়েশপুর গ্রামের নুরুল আলমের ছেলে খাজা ময়নুদ্দিন (৪৬), মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের আব্দুল সাত্তার বিশ্বাসের ছেলে সেলিম রানা (২৮) ও একই গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩২)।

জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে এসআই কাজী শামসুল আলম, এএসআই মিলন, এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাকিক মামলার আসামি ও মাদক সেবনের অপরাধে তাদেরকে আটক করে।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহমুদুর রহমান জানান, আটক নুর আমিন ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর থানার ডাকাতি মামলার আসামি। তাকে কোঁটচাদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আর বাকিদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview