Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, সেপ্টেম্বার ২০১৮ | ৯ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০৩:৫১ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে প্রমা টেক্সটাইলে স্পিনিং ডাইং-এ কাজ করতে গিয়ে সাইফুল (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবর দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার তলিয়া গ্রামের আফছার উদ্দিনের ছেলে।

জানা যায়, আজ দুপুরে ওই ফ্যাক্টরির কর্তৃপক্ষ ফোন করে আমাদের জানায় সাইফুল কাজ করতে গিয়ে মারা গেছে।

অপর দিকে পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্পিনিং ডাইং-এ কাজ করতে গিয়ে মেশিনের ভেতরে চলে যায় এবং ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview