Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় মুজিবনগর দিবসের কর্মসূচিতে উপস্থিত নেই আওয়ামী লীগ নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে উপজেলা প্রশাসনের ব্যানারে। আওয়ামী লীগের দলীয় ব্যানারে কর্মসূচি না হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। উপজেলা প্রশাসনের ব্যানারে কর্মসূচি হলেও চোখে পরার মত আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলো না।

জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ ছিলেন মঞ্চে। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ ছিলেন শ্রোতার সারিতে। মুজিবনগর দিবসে আওয়ামী লীগ নেতারা উপস্থিত না থাকায় উপজেলা চত্বর ও বিভিন্ন চা স্টলে আলোচনা সমালোচনাও হয়।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্ম দিবস ও শোক দিবসেরও কোনো কর্মসূচি হয় না আওয়ামী লীগের দলীয় ব্যানারে।

শ্রোতা সারিতে থাকা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রোতা সারিতে ছিলাম কারণ এটা আমাদের দলীয় কোনো কর্মসূচি না। এখানে দীর্ঘদিন দলীয় ব্যানারে কোনো কর্মসূচি হয় না।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান বলেন, সরকারি চাকরিজীবীরা কর্মসূচীচি অংশ নেয় চাকরি বাঁচানো অথবা সরকারি নির্দেশে। যার সাথে আদর্শ, চেতনা, ভালবাসার সম্পর্ক থাকে না। আমার মতে এই ক্ষুদ্র কর্মীর চাওয়া দল আবার আমাদের ঐতিহ্যে ফিরে আসুক। যুবলীগ নেতা কামরান তার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাসও দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওহিদুর রহমান শেখ বলেন, আজ জেলা আওয়ামী লীগের ব্যানারে বনপাড়ায় একটা জনসভা থাকায় জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা কর্মসূচি হাতে নেইনি। বিকেলে আমরা ঐ জনসভায় যাবো এজন্য কম সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Bootstrap Image Preview