Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ১ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


রায়হান শোভন।।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেন।

দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৮৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছিলো ২১৬৩ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ৭২ লাখ টাকা।

এ সময় লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ৬৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০১ কোটি ১১ লাখ ৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ সোমবার একই সময় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৭৫১ পয়েন্টে।

আজ সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০১ কোটি টাকা।

Bootstrap Image Preview