Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, সেপ্টেম্বার ২০১৮ | ৯ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৮, ১০:০৫ PM আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ১০:০৫ PM

bdmorning Image Preview


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মারজান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুচেধর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহত শিশুর পিতা শাহাব উদ্দিন বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।

জানা গেছে, মারজানকে সকাল ১০টা থেকে তার পরিবার কোথাও খুঁজে পাচ্ছিল না। পরিবারের লোকজনকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মারজানকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview