Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৬ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৮, ০১:৫৭ AM আপডেট: ০৮ এপ্রিল ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার দিনব্যাপী পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুম কলেজ পাড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়মী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. বলরামগুহ ঠাকুরতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ সাহা অপু, কার্যনির্বাহী সদস্য ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক প্রবীর কুমার রায়, সদস্য সচিব দিপক কুমার রায় প্রমুখ।

এসময় ঠাকুরগাঁও জেলার ৬টি থানার পূজা উদযাপন কমিটির নেতা ও সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে সকলের মতামতে আবারো অরুনাংশু দত্ত টিটোকে সভাপতি ও শ্রী তপন কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview