Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

খুররম খাঁন চৌধুরী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ১১:১১ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১১:১১ PM

bdmorning Image Preview


রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খুররম খাঁন চৌধুরী কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুরমম খাঁন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গর্ভণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য খুররম খান চৌধুরীর একমাত্র পুছেলে মোঃ নাসের খাঁন চৌধুরী  প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠান জাতির শিক্ষা অনুষ্ঠান। পাঠ্যপুস্তকের মাধ্যমে শুধু সার্টিফিকেট অর্জন নয় পাঠ্য কারিকুলামের বাইরেও জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জাতির সুশিক্ষার জন্য নান্দাইলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি এবং সেগুলোতে যাতে কোন ধরনের কুশিক্ষার জন্ম না দিতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত শিক্ষানঙ্গন পেতে যা করণীয় তাই করবেন।

Bootstrap Image Preview