Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ১০:৫৬ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১১:১১ PM

bdmorning Image Preview


নাজমুস সাকিব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর মডেল নামকস্থানে যাত্রীবাহী একটি বাসের সাথে প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও ৭জন আহত হয়েছেন।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কে বইলর মডেল নামকস্থানে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ( ফেনী-জ-০৫-০০৫৬) এর পিছন থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-১৭২৪) ধাক্কা দেয়। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় ৮জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে প্রাইভেটকার যাত্রী জয়নাল আবেদীন (৪৫) নিহত হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জুরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. জার্জিজ জানান, একজন নিহত ও প্রাইভেটকার চালকসহ তিন জনের অবস্থা আশংকাজনক। অপর ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview