Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে: মেনন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১০:৫২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক- 

বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। 

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেস নারায়ণগঞ্জ-এর সম্পাদক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ বক্তব্য দেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে গণমাধ্যমের ব্যাপক বিস্তার হয়েছে। শুধু তাই নয়, প্রযুক্তির মাধ্যমে এর ব্যাপ্তি আরো দীর্ঘায়িত হচ্ছে। সেক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে যে গণমাধ্যমের ব্যবহার এবং তা খুবই ইতিবাচক। কারণ এখন খুব দ্রুতই আমাদের তথ্য পৌঁছে দিতে হয়। যেমন- নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপরই আমাদের হাতে তথ্য-ছবি এসে পৌঁছে গেছে। এটি শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই অনলাইন ভিত্তিক গণমাধ্যম রয়েছে।

রাশেদ খান মেনন বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে যে প্রতিষ্ঠান আমাদের গণমাধ্যম সেবা দিয়ে যাবে, আমাদের দায়িত্ব সেখানে বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে তাদের সহায়তা করা। বাসস।

Bootstrap Image Preview