Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বাড়ি বাড়ি গিয়ে শোকাহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ১০:৫০ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১০:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সহানুভূতি জানানোর নির্দেশ দেন।

নেপাল থেকে নিহতের মরদেহ বাংলাদেশে আনা হলে দলে ভাগ হয়ে স্বজন হারানো পরবারগুলোর খোঁজ-খবর নেওয়ার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সিঙ্গাপুরের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী। দেশে ফিরে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধায় গণভবনে দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন।

Bootstrap Image Preview