Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁও-২ আসনের এমপি'র বাড়ীতে দুধর্ষ ডাকাতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ০৪:৪১ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


আল মামুন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও -২ আসনের জাতীয় সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গীস্থ বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, এমপি সাহেব দেশের বাহিরে থাকার সুযোগে ডাকাতেরা বাসার ৮টি রুম তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ মালামাল নিয়ে গেছে।

ঘটনার কথা শুনে পুলিশ তাৎক্ষনিক উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এক বাঁশঝাড়ে ডাকাতির সময় ব্যবহত সাবল, গহনার খাপ, মুখোশ, বোমাসহ কিছু মালামাল পেয়েছে বলে জানিয়েছেন।

জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে জানানো কি পাওয়া গেল তা জানানো হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের জানান, পুলিশ তদন্ত করছে। আমিও বিষয়টি দেখলাম।

Bootstrap Image Preview