Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৮, ০৭:৫১ PM
আপডেট: ১২ মার্চ ২০১৮, ০৭:৫১ PM

bdmorning Image Preview


হাবিব ওসমান, কালীগঞ্জ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রামচন্দ্রপুর গ্রামের আকরব আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৪৫) ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ (৩২)।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে ২শ' গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে ৩শ' গ্রাম গাঁজাসহ মিন্টু শেখকে আটক করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview