Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সুন্দরবনকে ভালোবাসুন এ স্লোগানে শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

'বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন' এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন শিক্ষা কেন্দ্রের আয়োজনে ওয়াইল্ডটিম বাঘ সংরক্ষণ প্রকল্পের সহায়তায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষে সমাবেশ, র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।

আজ বুধবার র‌্যালি শেষে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন সহ-ব্যবস্থপনা নির্বাহী কমিটির সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

শিক্ষক সালাউদ্দিনের উপস্থাপনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম বাঘ সংরক্ষণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রুবাইয়েত হাসান, বন বিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ওসি রুবাইদ শামীম, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান,চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি এস এম জাহিদ হোসেন, সাংবাদিক রনজিৎ বর্মন, ইউপি মেম্বর মোস্তফা কামাল সানা, বিদ্যালয়ের এসএমসি সদস্য আবু দাউদ, ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা আবু জাফর, শিক্ষার্থী আসাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের সুন্দরবন সুরক্ষায় ভূমিকা রাখার আহব্বান সহ সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগরে ১২টি ইউনিয়নের মধ্যে সুন্দরবন সংলগ্ন ৬টি ইউনিয়ন নিয়ে সুন্দরবন উপজেলা গঠনের দাবি জানান।

Bootstrap Image Preview