Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৫:৫৯ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প ও সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে গ্রাম আদালত সেবা ও সচেতনতা বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম মনি। মতলব উত্তর উপজেলার সমন্বয়কারী সগীর আহমেদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাস্ট এর চাঁদপুর জেলা সমন্বয়কারী আলী আজম।

এ সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, ইউনিয়ন কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি মজিবুর রহমান দেওয়ান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু মুন্সি, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ।

সভায় বক্তারা গ্রাম আদালত সক্রিয়করণ, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গ্রাম আদালত সেবা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Bootstrap Image Preview