Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, নভেম্বার ২০১৮ | ৫ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের গোলাগুলি, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:২৯ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


আবীর আকাশ, লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে ১০ মামলার আসামি নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জাবেদ মিন্টু। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মেদের ছেলে। জাবেদ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসসহ দশটি মামলার পলাতক আসামি ছিলেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ভোর রাতে সদর উপজেলার খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পরে বিভিন্ন স্থানে তল্লাশিকালে ওই এলাকার একটি সুপারির বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ মিন্টুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি ও ৮ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত মিন্টু ডাকাতদলের একজন চিহ্নিত সদস্য। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১০টি মামলা রয়েছে। ডাকাতির মাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই ডাকাতদলের গোলাগুলিতে জাবেদ মিন্টু মারা যান বলে নিশ্চিত করেন ওসি মোক্তার হোসেন।
Bootstrap Image Preview