Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৯:৫৯ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


মোঃরাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   'বইয়ের জানালায় অজানা আকাশ ছোঁয়া যায়' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৯ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।  আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্কুল বড় মাঠে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, ১০-১৫ বছর আগে বাংলাদেশের মানুষরা বিদেশে গেলে বিদেশিরা কটু দৃষ্টিতে দেখত। কিন্তু আজ বাংলাদেশকে সেসব বিদেশিরা অন্য চোখে দেখে। কারণ বাংলাদেশ আর আগের মত নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এছাড়াও ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দলিত সম্প্রদায়ের মাঝে খাস জমির দলিল, একজন মেধাবী শিক্ষার্থীর কাছে চেক প্রদান ও এক বীরাঙ্গনা মাতার জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।

Bootstrap Image Preview