Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, নভেম্বার ২০১৮ | ৫ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে ঢাকা বিভাগ কমিশনারের মতবিনিময় সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৯:৩০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমশিনার ও প্রধান অতিথি এম. বজলুল করিম চৌধূরী এর সাথে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বৃহত্তর ফরিদপুরে দুই দিন শফরের অংশ হিসেবে তিনি উপজেলায় এ মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর জেলার প্রধান নির্বাহী মোঃ আব্দুর রশিদ ও চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন।

সভায় প্রধান অতিথি উপজেলায় টেকসই উন্নয়নের উপড় জোর দিয়ে বলেন, যে কোন উন্নয়নই হোক না কেন, সেটি হতে হবে টেকসই ও মানসম্মত। পাশাপাশি তিনি এসময় শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রের উন্নয়নে শতভাগ, মানসম্মত ও টেকসই করে গড়ে তোলার জন্যও উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

Bootstrap Image Preview