Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বাল্যবিবাহ রোধে অভিভাবক সমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

নারী ও শিশুর প্রতি নির্যাতন বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে বেসরকারি সংস্থা ব্র্যাক এক বিশেষ অভিভাবক সমাবেশ করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ব্র্যাক জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটির আয়োজনে কাগজপুকুর ব্র্যাক স্কুল প্রাঙ্গনে ১২ টি স্কুলের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ব্র্যকের সিনিয়ার এলাকা ব্যবস্থাক (শিক্ষা) জেসমিন আরা খাতুন, যশোর জেলা ম্যানেজার আহসান হাবিব সঞ্জয় ব্যানর্জী এলাকা ব্যবস্থাপক (শিশু নিকেতন) সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষা ব্যবস্থাপক (জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি) আফসার হোসেন, বেনাপোল শাখার ম্যানেজার রিয়াজুল ইসলাম, বেনাপোল শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক (শিশু নিকেতন) জ্যোস্না খাতুন প্রমুখ।

ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক জেসমিন খাতুন বলেন এখানে ১২ টি স্কুলের ৩৬০ জন অভিভাবককের উপস্থিতিতে বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোদে অভিভাবকদের সচেতন করে তুলতে সমাবেশের আয়োজ করা হয়েছে। সমাবেশ শেষে ১২ টি স্কুলের খেলাধুলায় অংশগ্রহনকারি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Bootstrap Image Preview