Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৫৮ PM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১১:২০ PM

bdmorning Image Preview


নাসিম শুভ, নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সোমবার সকালে মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও শহর বিএনপির সাংগঠনিক ওমর ফারুক টপির সঞ্চালনায় এই বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলমগীর আলো, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভি.পি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা কৃষকদলের আহ্বায়ক এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী ভি.পি শাহানা, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহাম্মদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, জেলা বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ সেলিম, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট বি.এম কামরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, জেলা বিএনপির উপদেষ্টা কাজী কবির আহমেদ মাহে আলম, শামছুল করিম গোফরান, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী সাজ্জাদ হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য ভি.পি আলাউদ্দিন, ভি.পি পলাশ সহ নেত্রীবৃন্দ। বক্তারা বেগম খালেদা জিয়াকে গনতন্ত্র সংগ্রামের মহান নেত্রী দাবী করে অভিলম্বে  মুক্তি দাবি করেন।
Bootstrap Image Preview