Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, অক্টোবার ২০১৮ | ৯ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আইজিপি’র সংবর্ধনা সফল করতে প্রস্তুতি সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১০:১৫ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১০:১৫ PM

bdmorning Image Preview


জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 

নব নিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর ১৪ ফেব্রুয়ারী চাঁদপুরের সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে মতলব উত্তর থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে আয়োজিত প্রস্তুতি সভায় ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় থানার এসআই, এএসআই, কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইজিপি’র সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।

আগামী ১৪ ফেব্রুয়ারী সকালে ঢাকা থেকে চাঁদপুর আসার পথে চাঁদপুর জেলা সীমানায় প্রবেশ দাড় গালিমখাঁ বাংলা বাজার আসলে ওসি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে গণসংবর্ধনা প্রদান করার ব্যাপারেও প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

চাঁদপুরের গণসংবর্ধনা অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা থেকে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনসহ পাঁচ সহস্রাধিক লোক অংশগ্রহনের ব্যাপারেও আলোচনা করা হয়।

Bootstrap Image Preview