Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নলছিটিতে স্কুলের টয়লেট থেকে প্রেমিক যুগল আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৮, ০১:১৩ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৮, ০১:১৩ PM

bdmorning Image Preview


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেট থেকে ওই প্রেমিক যুগলকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।পরে রাত সাড়ে ৮টার দিকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয় থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের এক সদস্যের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের ইয়াকুব আলীর পুত্র মো. আছলামের (১৭) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন চলাকালীন সময় বিদ্যালয়ের টয়লেট থেকে অপ্রীতিকর অবস্থায় স্থানীয় জনতা তাদেরকে আটক করে।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোন্দকার মজিবুর রহমান নলছিটি থানা পুলিশকে বিষয়টি জানালে এসআই সোলায়মান ঘটনাস্থলে গিয়ে ওই প্রেমিক যুগলকে থানায় নিয়ে আসে।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের কারো কোন অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারের উপস্থিতিতে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview