Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

প্রেমের টানে একই দড়িতে ৭ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

যশোরের অভয়নগরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে লিপা বিশ্বাস (১৩) ও  সৈকত কুমার সেন (১৮) নামের দুই তরুণ-তরুণীর  আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারা দুজনেই উপজেলার জয়রাবাদ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের নলামারার খালপাড় থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার জয়রাবাদ গ্রামে নলামারা খালপাড়ের একটি কচা গাছের ডালে একই দড়িতে ফাঁস দেয়া লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

অভয়নগর থানা পুলিশের ওসি শেখ গণি মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মৃত লিপা বিশ্বাসের বাবা গোবিন্দ বিশ্বাস জানান, গভীর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে ঘরের বাইরে চলে যায়। তার মেয়ের এ বয়সে প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি কিছুই জানাতে পারেননি।

অপরদিকে মৃত সৈকত কুমার সেনের বাবা সুশান্ত সেন জানান, সোমবার পার্শ্ববর্তী স্বপন নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে ছিল তার ছেলে। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়।

পরে গ্রামবাসী জানায়, তার ছেলে ও এক মেয়ে খালপাড়ে ফাঁস দেয়া অবস্থায় পড়ে আছে। তবে কি কারণে দু’জনে আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।

Bootstrap Image Preview