Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ব্রিজের নিচে মুখবাঁধা বস্তা, ভেতর লাশ না ডিম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক- ব্রিজের নিচে পানিতে ৩টি সাদা মুখবাঁধা বস্তা। পাশেই ভাসছে একটি মানিব্যাগ ও জুতা। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যাচ্ছে না। নাক চেপে ব্রিজের ওপরে হাজারো জনতার ভিড়। খবর দেয়া হলো পুলিশকে। তবে পুলিশ আসার পর অবসান ঘটলো সব জল্পনা-কল্পনার। পুলিশের উপস্থিতিতে বস্তা খোলার পর দেখা গেলো বস্তার ভেতর মরদেহ নয়, রয়েছে পচা ডিম। বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পৌর শহরের বালুয়া নদীর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। গৌরীপুর থানার এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা উদ্ধার করেন। তিনি জানান, প্রথমে আমাদেরও ধারণা হয়েছিল বস্তায় মরদেহ থাকতে পারে। বস্তা খোলার পর দেখি পচা ডিম। রাতের কোনো এক সময় কে বা কারা পচা ডিমভর্তি ৩টি বস্তা ফেলে রেখে যায়।
Bootstrap Image Preview