Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘সেভ দ্যা ফিউচার’র ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হবে শনিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৮, ০৮:৫১ PM

bdmorning Image Preview


হাকিম মাহি-

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা ফিউচার’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেই সেভ দ্যা ফিউচারের বছরব্যাপী মানবিক সাফল্যে গাঁথা সকল কর্মকাণ্ডের ধারাবাহিক বিবরণ নিয়ে এবারও মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে  ‘সেভ দ্যা ফিউচার’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের বইটিতে থাকছে দেশ বরেণ্য গুণীজনদের বাণী, সেভ দ্যা ফিউচারের কর্মীদের গল্প, কবিতা, প্রবন্ধ ও আশীর্বাদে তুষ্ট প্রতিটি লেখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিজিএমইএ এর সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান ড. মোঃ শাহজাহান, ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম, ব্যুরো চীফ, এপি জুলহাস আলম, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টএ এম ওমর খসরু, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, সামি ক্যামিকেল লিমিটেড এর চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন।

‘সেভ দ্যা ফিউচার’ এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার বলেন, ‘সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমরা ঢাকা, সাভার, মিরপুর, কুমিল্লা, বিক্রমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বেচ্ছায় রক্তদান আলো টিম একসাথে হচ্ছি এক মহামিলনের মাহেন্দ্রক্ষণে।’

সেভ দ্যা ফিউচারের অর্থ পরিচালক ফারহানা আক্তার বলেন, ‘এই মানবিক সংগঠনটি ২০১৫ সাল থেকে আর্ত-মানবতার সেবায় একের পর এক পদক্ষেপ গ্রহন করছে। যার মধ্য সুবিধাবঞ্চিত শিশু ও পথবাসীদের শিক্ষাদান, স্বাস্থ্যসেবাদান, রক্তদান কর্মসূচি, সবুজায়নে বৃক্ষ রোপন, প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন মানবিক বিপর্যয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, এই সংগঠনের প্রতিটি সদস্য বিভিন্ন পদ-পদবী,দলাদলি ও অন্তকোন্দলের মতো সংকীর্ণ স্বার্থের উর্ধে উঠে, সম্মিলিতভাবে কাজ করে একটি অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। যাদের পথ ধরে হাটবে ভবিষ্যৎ প্রজন্ম।’

Bootstrap Image Preview