Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৮ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় আ’লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  শামসুদ্দিন শ্যাম ফকিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে  ইউনিয়ন আওয়ামী লীগ।

আজ রবিবার ওই কর্মসূচী থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা।

শ্রীপুর উপজেলা সদরের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এমসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের বাসস্টান্ডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা সুবীর বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

 শ্রীপুর থানা  উপ পরিদর্শক (এসআই) আ: হামিদ জানান, শ্যাম ফকিরের উপর হামলার ঘটনায় ৩৬ জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।

Bootstrap Image Preview