Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৮ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি পেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি: শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মাদারীপুর শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জেলা শাখার সদস্যরা। আজ রবিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষকরা শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ প্রবদ্ধি, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবি জানান। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান প্রমুখ। সভায় কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। পরে শিক্ষক নেতারা ১১ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম কাছে প্রদান করেন।  
Bootstrap Image Preview