Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, অক্টোবার ২০১৮ | ৩০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জাতীয়করণ হলেই ২০ থেকে ৫০ টাকা মাসিক খরচে পড়বে মাদ্রাসা শিক্ষার্থীরা।

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

জাতীয়করণ হলে সরকারি নিয়মে মাসে ২০ থেকে ৫০ টাকার মতো খরচে পড়াশুনা করবে মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে ওই সব শিক্ষার্থীর পরিবারের খরচ কমে সাশ্রয় হবে। ফলে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও কমবে। শিক্ষক-কর্মচারীদের বেতনবৈষম্যও দূর হবে। বৈষম্য দূর হবে শিক্ষার্থীদের মাঝেও।

বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী আছে। এদের বেতন বাবদ মাসে প্রতি শিক্ষার্থীর গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা খরচ হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের হিসাব অনুযায়ী, দেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৩ হাজার ৪৩৩টি। এগুলোতে শিক্ষক আছেন ১৫ হাজার ২৪৩ জন। মাদ্রাসাগুলোর মধ্যে ১ হাজার ৫১৯টির ৪ হাজার ৫২৯ জন শিক্ষককে অনুদান হিসেবে মাসে কিছু টাকা দেওয়া হয়। এর মধ্যে প্রধান শিক্ষকেরা পান মাসে আড়াই হাজার টাকা এবং সহকারি শিক্ষকেরা পান মাসে ২ হাজার ৩০০ টাকা। বাকিরা বিনা বেতনেই শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে।

তবে আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত ১৮ হাজার ১৯৪টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মধ্যে চালু আছে ১০ হাজারের মতো।

জাতীয় প্রেসক্লাবের সামনে দুই ধরনের শিক্ষকেরা আন্দোলন করছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষকেরা ১ জানুয়ারি থেকে লাগাতার অবস্থানের পর ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন। আজ অনশনের ৬ষ্ঠ দিন চলছে।

জাতীয়করণের দাবিতে আমরণ অনশনের টানা ছয় দিনের মাথায় দাবি পূরণের ইঙ্গিত শোনা যাচ্ছে উপর মহল থেকে।শিক্ষকদের দাবি দাওয়া্ নিয়ে আজই প্রধানমন্ত্রী ও ‍শিক্ষক নেতাদের সাথে কথা বলবেন মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

মাদ্রাসা ও কারিগরি বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যদি ফলপ্রসু আলোচনা করা সম্ভব হয়, তাহলে প্রথম দাপে ৩ হাজার ৪৩৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের প্রস্তুতি নেওয়া হবে। আস্তে আস্তে বাকিগুলোও করা হবে।

Bootstrap Image Preview