Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, নভেম্বার ২০১৮ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০৩:০৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধিঃ

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাতে থেকে শুরু হওয়া এ মেলা ৩ দিনব্যাপী চলবে।

শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় ২০০শ’ বছর আগে থেকে এ মেলা হয়ে আসছে। মাছের এ মেলাটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা এখানে মাছ নিয়ে আসেন বিক্রি করতে। মাছ কিনতে আসা হাজারও মানুষের ভিড় হয় এ মেলায়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেন না। অনেকে আসেন মাছ দেখতে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওর, টাংগুয়ার হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘ, আইড় মাছসহ বড় বড় মাছ নিয়ে আসেন এ মেলায়।

জানা যায়, পশ্চিমে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলা, উত্তরে কুশিয়ারা ও সিলেট জেলার বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার মাছ ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দেশের সবচেয়ে বড় মাছের মেলা এটি।

মেলায় মাছ ছাড়াও ফার্নিচার, গৃহস্থলী সামগ্রী, খেলনা সামগ্রী, নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও স্থান পায় এ মেলায়।

এছাড়া শিশুসহ সব শ্রেণীর মানুষকে মাতিয়ে তোলার জন্য রয়েছে বায়োস্কোপ ও চড়কি খেলা।

Bootstrap Image Preview