Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

উৎসব মুখর পরিবেশে নওগাঁয় পালিত হচ্ছে নবান্ন উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১২:৩১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১২:৩১ PM

bdmorning Image Preview


আব্দুল কাদের ,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ শাখা নবান্ন উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান।দিনব্যাপী চলেবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠামেলা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল করিম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন ও করনেশন হল সোসাইটীর সাধারন সম্পাদক নাট্য ব্যক্তিত্ব এস এম জহুরুল ইসলাম ইদুল।

অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদমিনার মুক্তিরমোড় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। অতরিক্তি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

এ অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনা কস্তুরী কুইনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview