Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চুনারুঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১২:০৮ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১২:০৮ PM

bdmorning Image Preview


তালুকদার সাইফুল, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে ফকির নুর আলী (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আশিকুর রহমান রুবেল (৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টায় ডিবির ওসি মোহাম্মদ শাহ আলম ও এস আই ইকবাল বাহার এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান রুবেল ও ফকির নুর আলীকে আটক করে। এ সময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে ১১০ পিছ ইয়াবা উদ্ধার করে।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানান ডিবি পুলিশ।

Bootstrap Image Preview