Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৮ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে আটক ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৭, ১১:৪২ AM আপডেট: ১৩ অক্টোবর ২০১৭, ১১:৪২ AM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

বিজিবি'র (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ প‌থে ভারত থেকে ফেরার সময় ১৩ বাংলাদেশি আটক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি জানায়, গোপন খব‌রে জানা যায় বেশ কিছু নারী-পুরুষ সীমান্ত দি‌য়ে দে‌শে প্র‌বেশ করছে। এমন সময় সেখা‌নে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন পাচারকারীরা।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের বিধান ঢালী (২৬) ও হেমলতা সরকার (৫৯), বরিশালের সবুজ কুণ্ডু (৩২), ঢাকার প্রাণ কুমার সরকার (৪৫), সাতক্ষীরার মিলন (২৭) ও তার স্ত্রী জাহানারা বেগম (২২), নড়াইলের অশোক বিশ্বাস (৩৮), পিরোজপুরের সুব্রত কুমার মন্ডোল (৩৫), বরিশালের উত্তম জয়দার (২৫), বাগেরহাটের আশিক কুমার (১৮), সাতক্ষীরার জাবেদ আলী (৫৭), মাদারীপুরের শেফালী রানী মন্ডল (৬০) ও রুশেলা জলি (৫৬)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কাশেম ১৩ জনকে আটকের খবর নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজিত জানান, শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

Bootstrap Image Preview