Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৭, ১০:২৫ PM আপডেট: ১২ অক্টোবর ২০১৭, ১০:২৫ PM

bdmorning Image Preview


মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি-

জীবননগরে বাল্যবিবাহ নিরোধ ২০১৭ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রাশসন ও মহিলাবিষায়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপরুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন খাঁনসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন গ্রাম থেকে আসা নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview