Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বুধবার, সেপ্টেম্বার ২০১৮ | ১১ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দিনে জমে উঠেছে বইমেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৭, ১২:২২ PM আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৭, ১২:২২ PM

bdmorning Image Preview


মোঃরাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি-

ঠাকুরগাঁও বইমেলা-২০১৭ এর দ্বিতীয় দিনে জমে উঠেছে এবারের বইমেলা। মেলাপ্রাঙ্গণে লক্ষ্য করা গেছে বইপ্রেমীদের ভীড়।

বই কিনতে আসা ঠাকুরগাঁও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী পড়ুয়া মো. তারেক হাসান মাহিন জানায়, ‘এবারের বইমেলায় আগের যে কোনো বারের তুলনায় যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। প্রতিটি স্টলে বিভিন্ন রুচির বই থাকায় তা সকলের কাছেই গ্রহণযোগ্যতা পাচ্ছে। আশা করছি এই আয়োজন অব্যাহত থাকবে।’

শব্দ শিল্পঘর প্রকাশনের সত্ত্বাধিকারী সাংবাদিক ড. গোলাম সারওয়ার সম্রাট জানান, এবারের বইমেলায় শব্দ শিল্পঘরের ব্যানারে বেশ কয়েকটি নতুন বই এসেছে। আর বইপ্রেমীরা নতুন লেখকদের বই খুঁজছেন বেশি।

তবে বইমেলা ঘুরে দেখা যায়, এবারের মেলার মোট বইয়ের অর্ধেকেরও বেশি এসেছে ' শিশুদের আদর্শলিপি' বইটি। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে এক দোকানী জানান, ‘আমরা সচরাচর যেসব বই বিক্রি করি তারই প্রতিফলন ঘটেছে আমাদের স্টলে। আর গতবারের চাহিদার আলোকেই আমরা এবারের বইয়ের সংগ্রহ এনেছি।’

সবকিছু মিলিয়ে এবারের বইমেলায় অন্য যে কোনো বারের তুলনায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উপস্থিতিই জানান দেয়, ইন্টারনেটের জয়ের যুগে বইকে একটুও দূরে সড়াতে পারেনি মানুষের থেকে।

Bootstrap Image Preview