Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে আগামী অর্থবছরে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ১২:২৪ PM
আপডেট: ১৬ মে ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক।। আগামী অর্থবছরেই মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার আড়াই লাখ কোটি টাকার মতো হবে। কেননা ওই অর্থবছরে পদ্মা সেতু, মেট্রো রেল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পগুলোর কাজ অনেক দূর এগিয়ে যাবে। তখন প্রকল্পগুলোয় ব্যাপক অর্থ পরিশোধ করতে হবে। গত সোমবার (১৪ মে) শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। ব্রিফিং এ তিনি আরো বলেন,২০২০-২১ অর্থবছর থেকে এডিপির আকার কমতে শুরু করবে। কেননা তখন বড় প্রকল্প আর তেমন থাকবে না। শুধু রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখতে হবে। আগামী বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। গত ১০ বছরে আমাদের সক্ষমতা আমরা বাড়িয়েছি। এটা অব্যাহত থাকবে। বিনিয়োগ বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের জিডিপিতে বিনিয়োগের পরিমাণ এখন ৩১ ভাগের বেশি, যা খুবই ভালো। বিনিয়োগে প্রধান সমস্যা ছিল জ্বালানি। আমরা সে সমস্যা কাটিয়ে উঠেছি। আগামী বাজেটে কর্পোরেট করহারও কমিয়ে আনা হবে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আদর্শ দেশ। এখন আমরা সরাসরি বিদেশি বিনিয়োগে মনোযোগ দেব। আগামী দুই অর্থবছরের আমরা এফডিআইয়ের পরিামাণ ছয় থেকে সাত বিলিয়ন ডলারে নিয়ে যেতে চাই।
Bootstrap Image Preview