Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০৪:১৭ PM
আপডেট: ১৫ মে ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


রায়হান শোভন।।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  সূচকের উত্থানে হয়েছে লেনদেন। এদিনে লেনেদেন শুরু প্রথম থেকে উত্থানে হয়েছে লেনদেন।এ সময় লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, দর কমেছে ৭৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬৭টির।

দিনের প্রথম দিকে সূচক পতনে নামতে থাকে ঘন্টাখানিক পরে ফের উত্থানে ফিরে লেনদেন। এদিন  লেনদেনের আড়াই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

দুপুর ১টার দিকে ডিএসই ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৮০ পয়েন্টে। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭২ কোটি ৪৪ লাখ ২১ হাজার টাকা।

Bootstrap Image Preview