Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধান কোচের সাক্ষাৎকার দিতে বিসিবিতে রাসেল ডোমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৪:৪৮ PM আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview



ইংল্যান্ড বিশ্বকাপ শেষে ছাঁটাই করা হয়েছে টাইগার দলের প্রধান কোচ  স্টিভ রোডসকে। তাই সাকিবদের প্রধান কোচের পদটা এখনো শূন্য রয়েছে। যত দ্রুত সম্ভব প্রধান কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বিসিবি।

সেই ধারাবাহিকতায় প্রধান কোচের পদের জন্য বিসিবির কাছে সাক্ষাৎকার দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। 

শ্রীলংকা সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে খালেদ মাহমুদ সুজন। তার অধীনে ধবলধোলায় হয়ে দেশে ফিরেছে তামিমরা। এরমধ্যেই অবশ্য স্থায়ী প্রধান কোচ খোঁজার তোড়জোড় চলছিল বিসিবির অন্দরে। বেশ কয়েকজন বিদেশি সাবেক ক্রিকেটার কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে। 

এর আগে নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে আগামী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট।

Bootstrap Image Preview