Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 শেষ ম্যাচটাও জিম্বাবুয়ের বিপক্ষেই খেলবেন মাশরাফি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০২:৩৯ PM আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।তাই তাঁর বিদায়ী ম্যাচটাও জিম্বাবুয়ের বিপক্ষেই দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

চলতি বছরের সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজনের কথা বিসিবির। সেই সিরিজে মাশরাফিকে বিদায়ের জন্য কিছু ওয়ানডে ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি। তবে এই বিষয়ে এখন জিম্বাবুয়ে কোন সিন্ধান্ত জানায়নি। কারণ তাদের বোর্ডের কাজে সরকার হস্তক্ষেপ করায় আইসিসি তাদের নিষিদ্ধ করেছে। তাই তাদের সিন্ধান্তের অপেক্ষায় বিসিবি। 

আইসিসি'র নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম ( এফটিপি) অনুয়াযী আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এর মাঝে টাইগারদের আর কোন ওয়ানডে সিরিজ নেই।  

তাই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মাঝেই এই ওয়ানডে ম্যাচ আয়োজনে নড়ে বসেছে বিসিবি। জিম্বাবুয়ে ইতিবাচক সাড়া দিলেই মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
 

Bootstrap Image Preview