Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দলের সঙ্গে শ্রীলংকায় যাচ্ছেন না যে চার ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ১১:২৭ AM আপডেট: ১৮ জুলাই ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


আসন্ন শ্রীলংকা সফরের জন্য ইতিমধ্যে টাইগারদের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

কিন্তু এই ১৪  জন খেলোয়াড়ের মধ্যে চার জন খেলোয়াড় দলের সঙ্গে একই বিমানে চড়ে শ্রীলংকায় যেতে পারছেন না । এই চার ক্রিকেটার হলেন-এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান আর রুবেল হোসেন।

ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শ্রীলংকা  যাবে ২০ জুলাই শনিবার। এই চার ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন দুদিন পর অর্থাৎ ২২ জুলাই।

এই চার ক্রিকেটার সবাই চট্টগ্রামে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম দুটি খেলবেন, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে  ১৯ এবং ২১ জুলাই।

প্রথম ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল : এনামুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী, ফজলে মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, মেহেদি হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

Bootstrap Image Preview