Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত কোটি টাকা পাবে জানেন ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০১:২৩ PM আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


দ্বাদশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য বড় অংকের প্রাইজমানি রেখেছে আইসিসি। চ্যাম্পিয়ন দলরা পাবেন ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ঠিক এর অর্ধেক। অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা।

এতো গেল চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির কথা। এছাড়াও ফাইনালি লড়াইয়ে জিতে যদি দেশকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ এনে দিতে পারেন, তা হলে এর বাইরে মোটা অংকের আর্থিক পুরস্কার পাবেন মরগানরা।

ইতিমধ্যে সেই ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের তরফে জনানো হয়েছে, ঐতিহাসিক ট্রফি জিতলে দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন বড় অংকের বোনাস।

দুইয়ের ব্যবস্থাপনায় বিশ্বকাপজয়ী প্রত্যেক ইংলিশ ক্রিকেটারের জন্য বরাদ্দ থাকছে ২ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার অংকে যা প্রায় ২ কোটি ১০ লাখের মতো। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। 

Bootstrap Image Preview