Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে দক্ষিণ আফ্রিকার জয় চাইবে বাংলাদেশ   

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৩:৫৮ PM আপডেট: ২৮ জুন ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


জটিল সমীকরণের মাঝে পড়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

সেমিফাইনালে চার দলের মধ্যে চতুর্থ অবস্থানটির জন্য লড়াই চলছে স্বাগতিক ইংল্যান্ড আর এশিয়ার তিন দেশ বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে। এই চারটি দলই পয়েন্ট তালিকার ৪ নম্বর থেকে ৭ নাম্বার পজিশন ধরে রেখেছে। প্রত্যেকেরই সুযোগ রয়েছে সেমিতে যাওয়ার।

তাই এই দল গুলোর বাকি ম্যাচ জিতাতো লাগবেই। সেই সাথে অন্য দলের হারা বা জিতার দিকে তাকিয়ে থাকতে হবে।

এমন সমীকরণে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি শ্রীলংকা জয় পায় তা হলে বাংলাদেশের জন্য সেমির স্বপ্ন অনেকটা কঠিন হয়ে যাবে। লংকানরা জয় পেলে তাদের পয়েন্ট হবে ৮। ফলে বাংলাদেশকে পেছনে ফেলে তারা উঠে যাবে পয়েন্ট তালিকার পাঁচে। তাই শ্রীলংকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের দিকে টাইগার ক্রিকেটপ্রেমীদের তাকিয়ে থাকতে হবে। 

Bootstrap Image Preview