Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৯:৫৭ AM আপডেট: ২৭ মে ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


বৃষ্টিতে পরিত্যাক্ত ঘোষনা হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচ। বৃষ্টির কারণে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীণ পাকিস্তানের বিপক্ষে মাঠে একটি বল গড়ানো তো দূরের কথা টস পর‌্যন্ত হয়নি। বিশ্বকাপের আগে আগামী মঙ্গলবার ভারতরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। 

ইংল্যান্ডের কার্ডিফে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়। বৃষ্টি কখনো বাড়ে, কখনো কমে, এভাবেই দিন কেটে যায়। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু সন্ধ্যা ৭টায়ও যখন বৃষ্টি থামেনি, তখন ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দিতে বাধ্য হলেন ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট।

প্রথম প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেনেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

Bootstrap Image Preview